reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৯

সিলেটের কাছে রাজশাহীর হার

সিলেটে নিজেদের মাটিতে খুব একটা জ্বলে উঠতে না পারলেও চট্টগ্রামে রাজশাহীর বিপক্ষে ভালোই জ্বলে উঠলো সিলেটের খেলোয়াড়রা।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮০ রান করে সিলেট সিক্সার্স। জয়ের জন্য রাজশাহীকে করতে হবে ১৮১ রান। জয় পেতে ফেভারিট রাজশাহী ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৪ রানেই অলআউট হয়ে যায়!

শুরুতেই হোঁচট খায় রাজশাহী। সোহেল তানভীরের শিকারে পরিণত হন আগুনে ফর্মে থাকা লরি ইভানস। সেই রেশ না কাটতেই তাসকিন আহমেদের বলির পাঁঠা হয়ে ফেরেন মুমিনুল। পরে রায়ান টেন ডেসকাটকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ফজলে মাহমুদ। অলক কাপালির তিনি বলে বোল্ড হয়ে ফিরলে চাপে পড়ে দলটি।

তবে ভরসা হয়ে ছিলেন মাহমুদ। ফিফটি তুলে চোখ রাঙাচ্ছিলেন তিনি। তাকে ফিরিয়ে পথের কাঁটা সরান মোহাম্মদ নওয়াজ। ৪১ বলে ৬ চার ও ১ ছক্কায় কাঁটায় ৫০ করে ফেরেন তিনি। ফলে বিপর্যয়ে পড়ে রাজশাহী। পরক্ষণেই ক্রিশ্চিয়ান জোনকার ও মিরাজকে তুলে নিয়ে রাজশাহীর ওপর চাপ দ্বিগুণ করেন নওয়াজ। ফলে জয়ের কাছে পৌঁছে যায় সিলেট।

শেষ পর্যন্ত ৭৬ রানের জয় পায় সিলেট সিক্সার্স।পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি জয়ের ধারায় ফিরছে যেন!

বল হাতে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন সিলেটের সোহেল তানভীর ও মোহাম্মদ নওয়াজ। ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন তাসকিন আহমেদ ও এই ম্যাচে সিলেটের অধিনায়ক অলক কাপালি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,সিলেট সিক্সাস,রাজশাহী কিংস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close