reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০১৮

গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামে পেট্রোল বোমা বিস্ফোরণ

গ্রিসে চ্যাম্পিয়নস লিগে আয়াক্স ও এইকে অ্যাথেন্সের ম্যাচের আগে স্টেডিয়ামে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামে। আর স্বাগতিক দর্শকরা ডাচ ক্লাব আয়াক্সের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষে বেশকিছু সমর্থক আহত হয়েছেন। তাদের নাক-মুখ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। এছাড়া পেট্টোল বোমা বিস্ফোরণের কারণে স্টেডিয়ামে ছোট-খাটো অগ্নিকাণ্ড হতে দেখা যায়।

পরে এক আয়াক্স ডিফেন্ডার মাঠে প্রবেশ করে সমর্থকদের শান্ত হওয়ার অনুরোধ করেন। শেষ পর্যন্ত পুলিশ বিক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতে সমর্থ হয় এবং ম্যাচ মাঠে গড়ায়।

এরপর ম্যাচের প্রথমার্ধ শেষে আবার হট্টগোল দেখা দেয়। প্রথমার্ধের বিরতীর সময় স্টেডিয়ামে বাজি ফাটতে শুরু করে। দুদলের খেলোয়াড়দের চোখে ধোঁয়া ঢুকতেই তারা দৌড়ে নিরাপদে চলে যায়। তবে শেষ পর্যন্ত আয়াক্স ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। এইকে অ্যাথেন্সকে ২-০ গোলে হারিয়েছে তারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চ্যাম্পিয়নস লিগ,গ্রিস,পেট্রোল বোমা,অলিম্পিক স্টেডিয়াম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close