reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৮

উইজডেন বর্ষসেরা তালিকায় নারী ক্রিকেটারদের জয়

বাম থেকে- আনায়া শ্রাবসোল, ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট ও অলরাউন্ডার নাটালি শিভার

ক্রিকেটের 'বাইবেল' খ্যাত উইজডেনের ২০১৮ সংখ্যায় বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় নারীরাই প্রাধান্য পেয়েছে। বর্ষসেরা পাঁচজনের মধ্যে তিনজনই নারী। প্রচ্ছদে জায়গা পাওয়া আনায়া শ্রাবসোলের সঙ্গে বর্ষসেরা মনোনীত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট ও অলরাউন্ডার নাটালি শিভার। ইতোপূর্বে ১৮৯৯ সালে কেবলমাত্র ইংল্যান্ডের দুই নারী ক্রিকেটার ক্লায়া টেইলর ও চার্লোত্তি এডওয়ার্ডস এ বিরল সম্মান অর্জন করেছিলেন।

২০১৭ বিশ্বকাপ ফাইনালে লর্ডসে ভারতের বিপক্ষে জয়ী হয়ে ইংল্যান্ড দলের শিরোপা লাভে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অ্যালামনাকের স্বীকৃতি পান নাইট, শিভার এবং শ্রাবসোল। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যার মধ্যে ১১ রানেই ৫ ব্যাটসম্যানকে আউট করেন তিনি। আগের সকল রেকর্ড ভঙ্গ করার স্বীকৃতি হিসেবে উইজডেনের ১৫৫তম সংখ্যার প্রচ্ছদে জায়গা পান শ্রাবসোল।

সম্মানজনক এ পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ ও কাউন্টি দল এসেক্স বোলার জ্যামি পোর্টারও। পুরুষ ও নারী বিভাগে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন যথাক্রমে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও মিথালি রাজ। ক্রিকেটের তিন ফরম্যাটেই অসাধারণ পারফরমেন্স করার স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বার এ পুরস্কার লাভ করেন কোহলি। পক্ষান্তরে দলকে বিশ্বকাপে পৌঁছার পথে মহিলা বিভাগে ওয়ানডে ক্রিকেটে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান করার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান মিথালি।

টি-টোয়েন্টি ভার্সনে প্রথমবার দেয়া এ পুরস্কার পান সর্বোচ্চ উইকেট শিকারী আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ইংল্যান্ডের নারী বিশ্বকাপ শিরোপা জয়ে নাইট, শিভার এবং শ্রাবসোল তিন জনই গুরুত্বপূর্ণ পালন করেছেন। অধিনায়ক নাইট ৪৫.৫ গড়ে মোট রান করেছেন ৩৬৪। অলরাউন্ডার শিভার ৪৬.১২ গড়ে মোট রান করেছেন ৩৬৯। হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করায় বেছে নেয়া হয়েছে ক্যারিবিয় তারকা হোপকে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইজডেন বর্ষসেরা তালিকা,নারী ক্রিকেটারদের জয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist