reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০১৮

এই রান চেজ করা সম্ভব : মিরাজ

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে থাকলেও আগামীকাল সকালে দ্রুতই শ্রীলংকার ২ উইকেট শিকার করে ম্যাচে ফেরা সম্ভব বলে আত্মবিশ্বাসী মেহদী মিরাজ। দ্বিতীয় দিনের খেলা শেষে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, শ্রীলংকায় ২০০ প্লাস রান চেজ করে আমরা একটা ম্যাচ জিতেছি। এবার দেশের মাটিতে ৩০০ প্লাস রান ব্যাটসম্যানরা একটু দ্বায়িত্ব নিয়ে খেললেই জেতা সম্ভব।

প্রথম ইনিংসে মাত্র ৩ রানে শেষ ৫ উইকেটের পতন নিয়ে মিরাজ বলেন, প্রথম ইনিংসে যা হয়েছে তা ভুলে গিয়ে টপঅর্ডারের সবাই রান করতে পারলে টার্গেট যাই হোক তা চেজ করা যাবে। দ্বিতীয় দিনে উইকেটে তেমন বেশি পরিবর্তন হয়নি, তবে বাংলাদেশের স্পিনাররা সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের উপর।

প্রথম ইনিংসে শ্রীলংকা ২২২ রান করেছে। দ্বিতীয় ইনিসে এরচেয়ে কম রানে তাদের আটকানো সম্ভব বলে মনে করেন মিরাজ। এদিকে লংকান স্পিনাররা নির্দিষ্ট একটা জায়গায় বল করে বাংলাদেশের রানের গতি থামিয়ে দিয়েছেন। ব্যাটিংয়ের সময় লংকান ব্যাটসম্যানরাও বেশি সতর্ক ছিল, ফলে তারা খুব একটা সুযোগ দেয়নি বলেও মন্তব্য করেন মিরাজ।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিরাজ,চেজ করা সম্ভব,বাংলাদেশ ব্যাকফুটে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist