reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০১৮

চাপ বাড়লো দ্বিতীয় দিনের শুরুতেই

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক জানান, উইকেট আসলে ব্যাট করার মতো অতটা কঠিন মনে হয়নি তার কাছে। তাহলে বাংলাদেশি ব্যাটসম্যানদের এমন অবস্থা কেন? গতকাল দ্রুত চার উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় দল। এই অবস্থায় আজকের দ্বিতীয় দিনের সকালটা ছিল গুরুত্বপূর্ণ। উইকেটে পড়ে থাকা দরকার ছিল। কিন্তু উল্টো সকাল সকাল শুরু হয়েছে উইকেট পড়া।

পেসার লাকমলের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন লিটন কুমার দাস, ২৫ রানে। তিনি গতকাল ২৪ রানে অপরাজিত ছিলেন। আজ সকালে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন লিটন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ২৯ ওভারে ৫ উইকেটে ৭৫। প্রথম ইনিংসে ৬৫.৩ ওভারে ২২২ রানে অলআউট হয় লঙ্কানরা। চট্টগ্রামে ড্র হওয়ায় ঢাকা টেস্ট হয়ে ওঠেছে সিরিজ নির্ধারনী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিটন দাস,ঢাকা টেস্ট,বাংলাদেশ ও শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist