reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০১৮

মোবাইলে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সাময়িক বন্ধ

সারাদেশের মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা সাময়িকভাবে ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ইন্টারনেটে গুজব ছড়ানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা থেকেই মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকেই গ্রাহকরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। পরে বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হয় গণমাধ্যম।

এ সম্পর্কে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে বলেন, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গুজব ছড়ানো সামাল দিতে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করা হয়।

অবশ্য মোবাইল ফোন অপারেটররা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মোবাইল ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত একাধিক সূত্র থেকে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোবাইল,ইন্টারনেট,ফোরজি,থ্রিজি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist