reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুন, ২০১৮

রবিতে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ লার্নিং সেবা

বাংলাদেশিদের জন্য এবার ব্রিটিশ কাউন্সিলের ‘ইংলিশ লার্নিং’ সেবা চালু করেছে টেলিকম সেবাদাতা রবি। ‘অন-ডিমান্ড’ ভিত্তিক ইংলিশ লার্নিং প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে নিজের সুবিধামতো সময়ে ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

ব্রিটিশ কাউন্সিল ও এসএসডি টেক এর সহযোগিতায় সেবাটি চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। রবি গ্রাহকরা ‘স্টার্ট ইএনজি’ (START ENG) টাইপ করে ২৫৮০ নম্বরে পাঠিয়ে সেবাটি গ্রহণ করতে পারবেন। সেবাটি গ্রহণ করতে দৈনিক ২ টাকা ৪৪ পয়সা খরচ হবে গ্রাহকদের।

গ্রাহকরা প্রতিদিন এসএমএস’র মাধ্যমে সাধারণ ইংরেজি’র ওপর পরামর্শ, ইংরেজী ভাষা সম্পর্কিত মজার বিষয়াবলী, বাগধারা, আবেগ-অনুভূতি প্রকাশক শব্দাবলী ও শব্দার্থ জানতে পারবেন। এছাড়া প্রতিদিন ইংরেজি ভাষার উপর বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ক কুইজ পাবেন গ্রাহকরা। কুইজের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হবে না।

স্বয়ংক্রিয়ভাবে শুরুতে সহজ কুইজ পাবেন গ্রাহকরা। তবে গ্রাহকরা যে কোন সময় পছন্দমতো মাধ্যমিক অথবা অগ্রসর পর্যায়ের ইংরেজি চর্চার সুযোগ পাবেন। মাধ্যমিক ও অগ্রসর পর্যায়ের ইংরেজি শিক্ষা গ্রহণ করতে গ্রাহকদের ইএনজি ২ (ENG2) ও ইএনজি ৩ (ENG 3) লিখে ২৫৮০ নাম্বারে পাঠাতে হবে।

সহজে ও ব্যাপকভাবে ইংরেজি ভাষা শিক্ষা বিস্তৃত করাই এ সেবার লক্ষ্য বলে জানিয়েছে রবি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রিটিশ কাউন্সিল,রবি,ইংলিশ লার্নিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist