reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০১৭

পচা চাল আমদানি করছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন সরকার পচা সরকার। তাই পচা সরকারই পচা গম-চাল আমদানি করতে পারে। পচা গমের পর এবার পচা চাল আমদানি করা হয়েছে। এই চাল নিয়ে দেন-দরবার করতে গিয়ে দুদিন আগে ফাঁস হয়ে যায় পচা চালের গোমর, যেগুলো একেবারেই খাওয়ার অনুপযোগী।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, মাসুদ আহমেদ তালুকদার, কাজী আবুল বাশার, সানাউল্লাহ মিয়া প্রমুখ।

রিজভী বলেন, দরপত্রের মাধ্যমে থাইল্যান্ড থেকে আমদানি করা প্রায় ৩২ হাজার ১৪০ টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এরমধ্যে গত ৩১ আগস্ট এমভি থাই বিন বে নামের একটি জাহাজ ১২ হাজার ২৯০ টন চাল নিয়ে এবং এমভি ডায়মন্ড-এ নামের অপর চালবাহী জাহাজ ১৯ হাজার ৮৫০ টন চাল নিয়ে গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আসে। এসব চাল নিয়ে দেনদরবার করতে গিয়ে দুদিন আগে ফাঁস হয়ে যায় পচা চালের গোমর, যেগুলো অত্যন্ত নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী।

বিএনপির এই নেতা বলেন, যেহেটু পচা চালের ঘটনা ফাঁস হয়ে গেছে সেজন্য এগুলো খালাস করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তাই খাদ্য বিভাগ থাইল্যান্ডের জাহাজ দুটিকে তাদের চাল ফিরিয়ে নিতে বলেছে। কিন্তু জাহাজের সংশ্লিষ্টরা চাল ফেরত না নিয়ে চালগুলো বেসরকারিভাবে হলেও বিক্রি করে যাবেন। সেজন্য গত মঙ্গলবার থেকে তারা যোগাযোগ করেন চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে। এরপর থেকে পচা চাল নিয়ে তোলপাড় শুরু হয় চট্টগ্রামজুড়ে। প্রায় এক মাস আগে থাইল্যান্ড থেকে পচা গমের চালান আসার পরও এখনও জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় থাকায় একটি জিনিস পরিষ্কার যে, এর পেছনে সরকারের রাঘব-বোয়ালরা জড়িত।

রিজভী বলেন, চাল সংকট ও খাদ্য নিরাপত্তা এবারের সংসদ অধিবেশনে আলোচনায় গুরুত্ব পেল না। সত্যিকার অর্থে যেটা জনসাধারণের মরা-বাঁচার বিষয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,রুহুল কবির রিজভী,চাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist