কুষ্টিয়া প্রতিনিধি

  ১৫ এপ্রিল, ২০২০

ত্রাণ চোরদের সর্বোচ্চ শাস্তি ও দল থেকে স্থায়ী বহিস্কার : কুষ্টিয়ায় হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ত্রাণ চোরদের কোনও দল নেই, কোন ধর্ম নেই। সে যেই হোক না কেন, ত্রাণ চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোরভাবে সর্বোচ্ছ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আর দলীয় কোনও নেতা-কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমানিত হলে তাকে দল থেকে স্থায়ী বহিস্কার করা হবে।

বুধবার বিকেল ৫টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় হানিফ সতর্ক করে আরও বলেন, অনেক সময় নোংড়া রাজনীতির কারনে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার করেও ত্রাণ আত্মসাৎমূলক অভিযোগ দেওয়া হয়। এরকম কিছু হলেও যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন।

কুষ্টিয়া জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন এর সভাপতিত্বে জরুরি সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রাণ চোর,হানিফ,কুষ্টিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close