reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৯

জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের চাচাত ভাই মো. ইব্রাহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতবছর ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মঈন উদ্দীন খান বাদল। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

মঈন উদ্দীন খান বাদল জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন।।চট্টগ্রাম-৮ আসন থেকে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মঈন উদ্দীন খান বাদল,জাসদ,সংসদ সদস্য,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close