reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুলাই, ২০১৯

এরশাদের অবস্থা অপরিবর্তিত

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, সিএমএইচে চিকিৎসাধীন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। শ্বাসকষ্ট কালকে যেমন ছিল আজকে এমনই আছে। উন্নতি কিংবা অবনতি হয়নি।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এরশাদের ভাই কাদের বলেন, উনার কিডনি কিছু কিছু ফাংশান করছে। ফুসফুসে যে পনি জমেছিল তা আগের মতোই আছে। পরিস্থিতির উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে।

জিএম কাদের বলেন, উনি ডাকলে চোখ মেলছেন, তাকাচ্ছেন। ডাক্তারদের ভাষায় উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে আছেন। কোনো সময় সজাগ হচ্ছেন, কোনো সময় আবার ঘুমিয়ে যাচ্ছেন। একেবারে সজ্ঞানে আছেন বলা যাবে না, তবে রেসপন্স করছেন।

উল্লেখ্য, ৯০ বছর বয়সী এরশাদের রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা রয়েছে। গত ২২ জুন সিএমএইচে ভর্তি হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণের সঙ্গে দেখা দেয় কিডনির জটিলতা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিএমএইচ,জাতীয় পার্টি,হুসেইন মুহম্মদ এরশাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close