reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মার্চ, ২০১৯

গ্যাসের মূল্য বাড়ালে সাধ্য মতো প্রতিবাদ করব : ফখরুল

গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো হলে বিএনপি তার প্রতিবাদ সাধ্য মতো করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া মূল্য বৃদ্ধি মেনে নেওয়া হবে না।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজ দেশে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এমন একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সময় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর,গ্যাসের দাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close