সংসদ প্রতিবেদক

  ০৪ জানুয়ারি, ২০১৯

সিদ্ধান্ত ছাড়াই শেষ সংসদীয় দলের সভা

সরকারে জাপার থাকা না থাকার প্রশ্নে টানাপড়েন

সরকারে থাকা বা না থাকার প্রশ্নে টানাপড়েন শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল জাতীয় পার্টি (জাপা)। অনেকেই আগের মতো সরকার ও বিরোধী দলে থাকতে চান। আবার অনেকে সরকারের বাইরে থেকে বিরোধী দল হিসেবে আরো জোরালো ভূমিকা রাখার পক্ষে। এ অবস্থায় কোনো সিদ্ধান্ত ছাড়াই জাপার সংসদীয় দলের সভা শেষ হয়েছে।

সভায় উপস্থিত বেশ কয়েকজন সংসদ সদস্য জানান, দলের সিনিয়র কোনো চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যরা উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। যে কারণে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সভায় এক ঘণ্টা ধরে দলীয় অবস্থান নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি প্রথম বৈঠকে বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিধান থাকলেও সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সভা শেষে জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, ‘আমরা মহাজোটে ছিলাম, আছি, থাকব। জাতীয় পার্টির সংসদ সদস্যরা মহাজোট থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। মহাজোটের সঙ্গেই থাকার বিষয়ে সকলে অভিমত দিয়েছেন। মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত হবে।’

এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, তাহলে কী সংসদে বিরোধী দল থাকবে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই তো বিরোধী দল চায়নি। উন্নয়নের স্বার্থে বড় ধরনের বিরোধী দল চায়নি জনগণ। জনগণই মহাজোটকে ২৮৮ আসনে ভোট দিয়েছে। তিনি আরো বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি না থাকায় আমরা সরকার ও বিরোধী দলে ছিলাম। একসঙ্গে সরকারি ও বিরোধী দলে থাকাটা প্রধানমন্ত্রীর নতুন ফরম্যাট ছিল। দেশের উন্নয়নের জন্য আমরা সেভাবেই ছিলাম। এতে দেশ ও জনগণের উন্নয়ন হয়েছে। ফলে জনগণ যেভাবে চেয়েছে, সেভাবেই সংসদ চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের সময়ও ছিলাম, সরকারেও থাকব। সেটাই আলোচনা হয়েছে।’ বিরোধীদলীয় নেতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘সংসদে আমাদের পার্টির নেতা কে হবেন, সেটা দলের নীতিনির্ধারণী পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত হবে। পরবর্তীতে ওই সভার তারিখ নির্ধারণ করা হবে।’

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি আসন পেয়েছে দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। একাদশ সংসদে তাদের দলীয় অবস্থান কী হবে, তা নিয়ে গত বুধবার দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য বৈঠকে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে ওই বৈঠক শেষে জানানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টানাপড়েন,সরকার,জাপা,প্রশ্ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close