reporterঅনলাইন ডেস্ক
  ৩০ ডিসেম্বর, ২০১৮

রংপুর-৩ আসনে এবারও জয়ী এরশাদ

মহাজোটের প্রার্থী হিসেবে রংপুর-৩ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ইভিএমের এই আসনে লাঙ্গল প্রতীকে এরশাদ ১ লাখ ৪২ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।

নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ রোববার রাতে এই ফল ঘোষণা করেন।

রংপুর-৩ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪১ হাজার ৬৭১ জন। দেশের মোট ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ হয়, তার মধ্যে এটি একটি। রংপুর জেলায় মোট সংসদীয় আসন ছয়টি।

২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনেও এই আসনে জয়ী হয়েছিলেন এরশাদ। সে সময়ও অসুস্থ ছিলেন তিনি।| এবারও অসুস্থতার কারণে রংপুরে ভোট দিতে যাননি এরশাদ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এরশাদ,রংপুর-৩,বিজয়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close