reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০১৮

১২ ঘণ্টার আল্টিমেটামে বিএনপি কার্যালয়ের তালা খুললো

বিএনপির মনোনয়নপ্রত্যাশী এহসানুল হক মিলনের সমর্থকরা ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে।

আগামী ১২ ঘণ্টার মধ্যে চাঁদপুর-১ আসনের মনোনয়ন পরিবর্তন করে মিলনকে প্রার্থী করার দাবি জানিয়েছে তারা। এর আগে শনিবার দুপুর একটার দিকে মিলনের সমর্থকরা গেটে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে চাদপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা ১২ ঘণ্টার মধ্যে কচুয়া আসনে মিলনকে মনোনয়ন দেওয়ার কথা বলেছি। না হলে পল্টন কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তালা দেওয়া হবে।

তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি রুহুল কবির রিজভী।

এর আগে শনিবার সকাল থেকেই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন।

মিলন সমর্থকদের অভিযোগ, মো. মোশাররফ হোসেন এলাকায় পরিচিত নন। দলের তৃণমূলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এজন্য মোশাররফ হোসেনের পরিবর্তে এহছানুল হক মিলনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,তালা,এহসানুল হক মিলন,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close