রাজশাহী ব্যুরো

  ০৯ নভেম্বর, ২০১৮

রাজশাহীতে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

‘কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে’

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ঐক্যফ্রন্ট জনসভা বা সমাবেশ করতেই পারে। এগুলোতে আমাদের কোনো বাধা নেই। তবে আমরা জানতে পেরেছি, তারা এখান থেকে এমন একটা কিছু করতে চান যার মাধ্যমে আন্দোলন বেগবান করতে পারেন, নির্বাচন পেছাতে পারেন। তারা বিশৃঙ্খলা বা অরাজকতার মাধ্যমে শান্তির শহর রাজশাহীকে অশান্ত করবে এটা আমরা হতে দিতে পারি না। এটি প্রতিরোধ করার জন্যই আমরা অবস্থান নিয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।’

শুক্রবার রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের আগে নগরীর সাহেববাজার বড় সমজিদের সামনে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মেয়র লিটন আরো বলেন, আমাদের নেতাকর্মীরা সন্ধ্যা পর্যন্ত নিজ নিজ এলাকায় সর্তক অবস্থানে থাকবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোজাফফর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক অ্যাড আসলাম সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লেমন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, মহানগর যুবলীগের সভাপতি রজমান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশৃঙ্খলা,প্রতিরোধ,করা,হবে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close