রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০১৮

‘হত্যার পরিকল্পনাকারীদের জনগন ভোট দেবে না’

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘৭১ সালের যুদ্ধাপরাধিদেরকে বিএনপিই বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার দিয়েছিল। যুদ্ধাপরাধিদেরকে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করেছিল। ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিয়েও বিএনপি সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন, এছাড়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। পরবর্তীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে শেষ করার ষড়যন্ত্রে মেতেছিল। এ জন্যই যুদ্ধাপরাধীদের প্রশ্রয়দানকারী এবং শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের বাংলার জনগন ভোট দেবে না।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাপুর এলাকায় গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আশকারী সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন— রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, যুগ্ম সম্পাদক ডা. কৃষ্ণ দয়াল দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তায়েবুর রহমান, মতিউর রহমান আকন্দ, মোসাদ্দেক হোসেন পান্নু, হাবিবুর রহমান হাবিব ও আব্দুল মান্নান মুন্সি, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়া, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল সিকদার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবু জাবের বাবুল প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হত্যা,পরিকল্পনাকারী,জনগন,ভোট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close