reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০১৮

নির্বাচন নিয়ে সংলাপের দরকার নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের দরকার নেই, নির্বাচন কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আজ শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট নিয়ে বিচলিত নয় আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে এরশাদ বক্তব্য রাখতেই পারেন তবে সে বক্তব্যের সাথে সরকার একমত নাও হতে পারে। ঐক্যফ্রন্ট গঠন করে তারা প্রথমেই বিদেশিদের কাছে গিয়েছে, দেশের জনগণের কাছে তো যায়নি। দেশের জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই।’

এছাড়া টক-শোতে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিতর্কিত মন্তব্য প্রচলিত আইনে অপরাধ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, একটি টেলিভিশন টকশোতে প্রখ্যাত নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে এক-এগারোর কুশিলব, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মঈনুল হোসেন যে অশালীন, অশোভন আচরণ করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই। যে ভাষায় তিনি কথা বলেছেন তা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আমরা নারী সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি। এ সময় এমন মন্তব্যের নিন্দা জানান বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগ নেতারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওবায়দুল কাদের,নির্বাচন,সংলাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close