কুষ্টিয়া প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০১৮

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

‘বিএনপিকে ক্ষমতায় বসানোই এ ঐক্যের উদ্দেশ্য’

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মূহুর্তে যে ঐক্যটা হয়েছে সেটা জাতীয় ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানোই এ ঐক্যের উদ্দেশ্য। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।

বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুলমাঠে এক সুধী সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইনু আরো বলেন, ‘সরকার বিরোধী ঐক্য নিয়ে সব ভাব-ভঙ্গি দেখার পরে আবিস্কার হলো ড. কামাল হোসেন ঐক্যের মাথা নয়, বিএনপি জামায়াতের লেজ।’

২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে ইনু বলেন, ১৪ বছর আগে গ্রেনেড হামলার মামলা হয়েছে। উন্মুক্ত আদালত শতাধিক স্বাক্ষী ও চুলচেরা বিশ্লেষণ করে এ মামলার রায় দিয়েছে। ১৪ বছর পর বিএনপি-কামাল হোসেনরা বলছেন, ‘এটা রাজনৈতিক মামলা; এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।’

এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,ক্ষমতা,ঐক্য,তথ্যমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close