reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০১৮

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল : তারানা

ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের অবদান উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আমাদের ২০২১ এবং ২০৪১-এর যে মিশন রয়েছে, সে মিশনের প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো আমরা পেরিয়ে আসছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা জরুরি বলেও মনে করেন তারানা। বলেন, সরকারের ধারাবাহিকতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার। এজন্য সকল দলের সহযোগিতাও প্রয়োজন। শুধু সরকারের সদিচ্ছা দিয়ে হবে না, বিরোধী দলেরও সহযোগিতাও প্রয়োজন। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। তারা কোনো অরাজকতা সমর্থন করে না। বিগত সময়ে হরতালের দিনেও মানুষ বের হয়েছে। এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এতে করে জনগণ বুঝিয়েছে, তারা হরতাল চায় না।

এক প্রশ্নের জবাবে তারানা বলেন, দুর্নীতি মোকাবেলা করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বলেন, বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে আগে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। দুর্নীতির ক্ষেত্রে যদি জিরো টলারেন্স দেখিয়ে একেবারে দূর করতে পারি তাহলে এ উন্নয়ন আরো দ্রুত গতিতে এগুবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তারানা হালিম,তথ্য প্রতিমন্ত্রী,উন্নয়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist