reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০১৭

‘যুদ্ধ নয় আলোচনাই একমাত্র সমাধান’

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করে রোহিঙ্গা ইস্যুর সমাধান হবে না। আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় তিনিএ কথা বলেন।

মন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে যারা যুদ্ধের উস্কানি দিচ্ছে তারা রক্তপাতের পরামর্শ দিচ্ছে। তারা মূলত সমাধানের পরামর্শ দিচ্ছে না। তিনি বলেন, সামরিক যুদ্ধ কোনো সমাধান নয়। এ পথে সমস্যার সমাধান হবে না। সমাধানের একটি মাত্র পথ আছে, সেটি হলো আলোচনা আলোচনা আলোচনা।

রোহিঙ্গাদের গণহত্যাকে অং সান সুচি আড়াল করছেন উল্লেখ করে ইনু বলেন, রোহিঙ্গা ইস্যুতে সুচি যে বক্তব্য দিয়েছেন তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি প্রকৃত ঘটনার প্রতিফলন ঘটাননি। উনি গণহত্যা এবং জাতিগত নিপীড়নকে আড়াল করেছেন। উনি প্রত্যাবর্তন সমস্যাটাকে ধোঁয়াশা করে রেখেছেন এবং সঠিক কথা বলেননি।

তথ্যমন্ত্রী বলেন, সুচির বক্তব্য সংকীর্ণ রাজনীতি এবং সামরিক কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত। তার মতো গণতান্ত্রিক নেত্রীর জাতিগত নিপীড়নকে আড়াল করার ব্যাপারটা লজ্জাজনক। তবে চার লক্ষাধিক মিয়ানমার নাগরিক বাংলাদেশে পালিয়ে এসেছে—এই সত্যটা লুকোতে তিনি পারেননি।

রোহিঙ্গাদের ফেরত নেয়ার আহ্বান জানিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের তাৎক্ষণিক আশ্রয় দিয়ে তাদের প্রাণ রক্ষা করেছি। এবার সুচি এবং মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ফেরত নিয়ে তাদের বাসভূমিতে পুনর্বাসন করে শান্তির ব্যবস্থা করবেন। তিনি বলেন, রোহিঙ্গাদের আমরা ফেরত দিলাম আবার তাদের তাড়িয়ে দিল মিয়ানমার, আবার ফেরত দিলাম আবার তাড়িয়ে দিল। অতীতে ৭৮ সালে ৯২ সালে এসেছে, ফেরত গেছে। এখন আবার তাড়িয়ে দিচ্ছে। এজন্য এই ইস্যুর স্থায়ী সমাধানে প্রত্যেকটা রোহিঙ্গাকে ফেরত নিতে হবে, নাগরিকত্ব দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তথ্যমন্ত্রী,হাসানুল হক ইনু,রোহিঙ্গা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist