reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০১৭

রাজধানীতে ঘরমুখী মানুষের ঢল

ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায়। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটতে দেখা যায় ঘরমুখী যাত্রীদের। সময় যত গড়াচ্ছে মানুষের চাপ তত বাড়ছে।

কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় বাড়তে দেখা যায়। অগ্রিম টিকিট যারা কেটেছেন, তাদের তেমন দুঃচিন্তা না থাকলেও যাদের টিকিট কাটার সুযোগ হয়নি, তাদের চোখে-মুখে উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়।

ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন রুটের যানবাহনের ভিড় থাকলেও যানজটের খবর পাওয়া যায়নি। ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ যোগে গন্তব্যে ছুটতে দেখা যায় যাত্রীদের।

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। লঞ্চগুলোতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছুটতে দেখা যায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান সমকালকে জানান, উত্তরবঙ্গগামী যানবাহনগুলো ধীরে-ধীরে যাচ্ছে। গাড়ির চাপ বেশি, তবে বড় ধরনের যানজট নেই।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল হাসান জানান, মেঘনা ব্রিজের গোড়ায় আধা কিলোমিটারের মতো যানজট রয়েছে। এটাও কমে যাবে আশা করছি। ধীরে-ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানুষের ঢল,ঈদযাত্রা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist