reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০২০

আরও ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ৯৩০

সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৩০ জন। ফলে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৬ জন। তারা সবাই পুরুষ। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন। চট্টগ্রামে ২ জন ও রংপুরে ২ জন।

তিনি আরও জানান, ঢাকা বিভাগের মধ্যে শুধু ঢাকা সিটিতে মারা গেছেন ৭ জন। ঢাকা জেলায় মারা গেছেন ২ জন। এছাড়া গাজীপুর, নরসিংদী ও মুন্সীগঞ্জে একজন মারা গেছেন।

এসময় ডা. নাসিমা বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২৫ মার্চ প্রথমবারের মতো আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,করোনায় আক্রান্ত,স্বাস্থ্য বুলেটিন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close