reporterঅনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল, ২০২০

গণভবনে আজ মন্ত্রিসভার বৈঠক

দেশে করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে গত দুই সপ্তাহে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়নি। সাধারণ ছুটি চললেও সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৭ জন মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। গণভবনে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য বৈঠকে সামাজিক দূরত্ব মেনে বসবেন মন্ত্রীরা।

খুব প্রয়োজনীয় সরকারি কর্মকর্তা ছাড়া নিয়মিত বৈঠক আয়োজনের সঙ্গে সম্পৃক্ত অনেক কর্মকর্তাকে বৈঠকে যেতে বারণ করা হয়েছে।

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবার গণভবনে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আগের মতো সাংবাদিকদের ব্রিফ করবেন না। বৈঠকের সিদ্ধান্তগুলো সরকারি গণমাধ্যম ও ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ২২-২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করায় ২৩ মার্চ মন্ত্রিসভা বৈঠকের সূচি রাখা হয়নি। এরপর করোনার বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে ৩০ মার্চ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণভবন,মন্ত্রিসভার বৈঠক,শেখ হাসিনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close