reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২০

রায়েরবাজারে বিদ্যুতায়িত হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানী ঢাকার রায়েরবাজারে নদীর ড্রেজিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে শিকদার মেডিকেল কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন ঝড়ু শেখ (৪৫), সাইফুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল ইসলাম (৩৫)।

হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নদীর পাড়ে বিআইডব্লিউটিএ'র সীমানা পিলার বসাতে পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদ্যুতায়িত,শ্রমিকের মুত্যু,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close