reporterঅনলাইন ডেস্ক
  ০১ জানুয়ারি, ২০২০

মেট্রোরেল চালু হলে ঢাকার চিত্র বদলে যাবে : কাদের

দেশের প্রথম মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন সঞ্চালন (এমআরটি-৬) ও রেললাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন সঞ্চালন সিস্টেম ও রেললাইন বসানোর কাজ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের সাড়ে ৮ কিলোমিটার দৃশ্যমান। আমরা আশা করছি, ২০২১ সালের বিজয়ের মাসে তরুণদের এই ‘ড্রিম প্রজেক্ট’ এর প্রথম ধাপ সমাপ্ত হবে। এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা।

ওবায়দুল কাদের বলেন, খুব শিগগিরই মেট্রোরেলের এমআরটি লাইন ওয়ানের কাজ শুরু হবে। এখানে দুটো পাতাল রেলের সিস্টেম আছে। একটির দৈর্ঘ্য ১৬ আরেকটিতে সাড়ে ১৩ কিলোমিটার। ২০৩০ সালে ৬টি মেট্রোরেলের কাজ শেষে পোনে দুইশ’ কিলোমিটার দৈর্ঘ্য হবে। এতে ঢাকার চিত্র বদলে যাবে।

প্রসঙ্গত, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালের ১৬ ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেট্রোরেল,রেললাইন,ওবায়দুল কাদের,বৈদ্যুতিক লাইন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close