reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন মালিক-শ্রমিক নেতারা

আজ ভোর থেকে বাস ও পণ্য পরিবহনে কর্মবিরতি শুরুর পর সারাদেশে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে কোনো পণ্য পরিবহন চলছে না। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুধবার রাতে বৈঠকে বসছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বৈঠকের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৮টা থেকে ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ​এ বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে বাইরে থাকা সংগঠনের নেতারা ঢাকায় আসছেন।

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ নয় দফা দাবিতে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তারা নতুন সড়ক পরিবহন আইনের জরিমানার বিধান ও দণ্ডসহ কিছু ধারার সংশোধন চান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কর্মবিরতি,স্বরাষ্ট্রমন্ত্রী,বৈঠক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close