reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০১৯

রাজনৈতিক দলগুলোর হিসাব জমা দেওয়ার সময় বাড়লো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বিএনপিসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠিও পাঠানো হয়েছে। রোববার নির্বাচন কমিশন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আবদুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে আগামী ৯ জুন রোববারের মধ্যে দলের নির্বাচনী হিসাব জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব যেসব দল এখনো জমা দেয়নি, তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। তারপরও ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কমিশন। কমিশন চাইলে তাদের নিবন্ধন বাতিল করতে পারবে।’

ইসি সূত্র থেকে জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল এখনো তাদের নির্চবানী হিসাব ইসিতে জমা দেয়নি। বাকি দলগুলোকে এক মাস সময় বাড়িয়ে দেওয়া হলেও, পরবর্তীতে দ্বিতীয় দফায় আরো ১৫ দিন সময় বাড়ানো হবে। এরপরও হিসাব জমা না দিলে ব্যবস্থা নেবে কমিশন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪ সিসিসি ধারায় বলা আছে, প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হবে।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলই এ নির্বাচনে অংশ নেন।

আইন অনুযায়ী এসব দলের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ শেষ হয়। কিন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো দল এখন পর্যন্ত হিসাব জমা দেয়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি,হিসাব বিবরণী,রাজনৈতিক দল,নির্বাচন কমিশন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close