reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০১৯

আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগে সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কন্ট্রোল রুমের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। শুক্রবার রাত ১২টা পর্যন্ত কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে।

কন্ট্রোল রুমের ঠিকানা : কক্ষ নম্বর ১১০, ভবন নম্বর ০৮, টেলিফোন নম্বর ০২-৯৫১১০৮৮, ফ্যাক্স নম্বর ০২-৯৫৭৪৪৯৯ এবং মোবাইল নম্বর ০১৭১৫-০৫৫৪৯১।

প্রসঙ্গত, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই ঘটনায় ১২৪ জনের প্রাণহানি ঘটে। সেই শোক এখনো বয়ে বেড়াচ্ছেন পুরান ঢাকার মানুষ। চকবাজারের ভয়াবহতা যেন নিমতলী ট্র্যাজেডির পুনরাবৃত্তি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়,কন্ট্রোল রুম,চকবাজারে আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close