reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০১৯

এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব পেলেন মোঃ তাজুল ইসলাম

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন সোমবার।

রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্ব পেলেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করে এ তথ্য জানানো হয়।

মোঃ তাজুল ইসলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।

কুমিল্লা ৯ আসন থেকে এবার তিনি ২ লক্ষ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৩০৯ ভোট।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্ত্রিসভা,মোঃ তাজুল ইসলাম এমপি,নতুন মন্ত্রিসভা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close