reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০১৯

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা বিকেলে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন করতে প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা গেছে, ৪৬ সদস্যের নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। তবে এখনো মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়নি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, নতুন সরকারে ৪৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এর মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী হতে যাচ্ছেন।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা জানাতে আজ বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব।

গণভবন সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত ৫ বছরের মূল্যায়নে যাদের পারফরম্যান্স খারাপ তারা সবাই বাদ পড়বেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্ত্রিপরিষদ বিভাগ,নতুন মন্ত্রিসভা,মোহাম্মদ শফিউল আলম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close