reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

‘দুর্নীতি আছে, অস্বীকার করার কিছু নেই’

‘দুর্নীতি সূচকে আমাদের আরো বেশি হয়তো এগিয়ে যাওয়া সম্ভব। সবার সম্মিলিত প্রয়াস পেলেই এটা সম্ভব। তবে এটা পাওয়া খুবই দুষ্কর। দুর্নীতি আছে এটা অস্বীকার করার কিছু নেই। অস্বীকার করলে আমরা এক হতে পারব না।’ রোববার দুপুরে দুদক চেয়ারম্যানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

টিআইবির দুর্নীতির সূচক নিয়ে বাংলাদেশের অবস্থান ও টিআইবির পর্যবেক্ষণ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। দুর্নীতি সূচকে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের ধীরগতিতে হচ্ছে-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন মন্তব্যে সহমত পোষণ করে এ কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের বাংলাদেশে অনেক দুর্নীতি। আমরা এগিয়ে যাচ্ছি। তবে এই এগিয়ে যাওয়াটা আরো বেগবান করা উচিত। দুর্নীতির সূচকে দুই পয়েন্ট এগিয়ে যাওয়াটা সহজ কথা না। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই।’

আমরা এগোতে পারছি না, এর নেপথ্য কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘নেপথ্যে আমরা সবাই সে অর্থে। প্রতিরোধ করতে না পারলে আপনিও এর অংশ। দুর্নীতি হচ্ছে, আমরা এটা প্রতিরোধ করতে পারছি না। দুর্নীতি দমন কমিশনও পারছে না। ব্যাপক জনসাধারণের অংশগ্রহণেও এটা হচ্ছে না। অর্থাৎ আমরা সবাই দায়ী এর জন্য।’

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘টিআইবি বলছে, আপনারা দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না, বড় বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না’- এই অভিযোগের বিষয়ে কী বলবেন? এ প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘অভিযোগ করা সহজ, বিষয়টার সঙ্গে মোটেও একমত নই। দুর্নীতিবাজের মধ্যে বড়-ছোট বলে কিছু নেই। দুর্নীতিবাজ দুর্নীতিবাজই। বড়-ছোট বিভাজন করলে এটা খারাপ উদাহরণ হবে। সব দুর্নীতিবাজের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া সংগত। বড়-ছোট করলে কমবে না।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুদক,দুদক চেয়ারম্যান,দুর্নীতি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist