reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুলাই, ২০১৯

বিআরটিসিতে চাকরির সুযোগ

জনবল নেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসির অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য কিছুসংখ্যক চালক নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদসংখ্যা : বিআরটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস/ট্রাকচালক পদে ৩০২ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কর্মক্ষেত্রে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : ২৫ জুলাই ২০১৯ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন : জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা দেয়া হবে।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি, চারিত্রিক সনদ, নাগরিক সনদসহ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।

ঠিকানা : চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

ডেটলাইন : আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট, ২০১৯ পর্যন্ত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিআরটিসি,জনবল নিয়োগ,চাকরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close