reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০১৮

মন ভালো রাখবে কান্না

চোখের পানি যত ঝরবে, মনের চাপ তত কমে যাবে। তাই কান্নার উৎসাহ দিয়ে রীতিমতো ক্লাস হচ্ছে জাপানে। অনেক কোম্পানি এবং স্কুল কর্তৃপক্ষ তাদের কর্মী ও শিক্ষার্থীদের কান্নার জন্য উৎসাহিত করছে। তারা বলছে, মানসিক চাপ কমাতে কিংবা মন ভালো রাখতে কান্নার বিকল্প নেই। দ্য জাপান টাইমস এ খবর প্রকাশ করে।

বিশেষজ্ঞদের মতে, চোখের পানি স্নায়ুর চাপ কমিয়ে মনকে শান্ত করতে সাহায্য করে। এ কারণে জাপানে কান্না নিয়ে অনেক ধরনের কর্মশালাও হচ্ছে। জাপানের নিপ্পন মেডিকেল স্কুলের অধ্যাপক জুনকো ওমিহারা বলেন, মানসিক চাপ কমাতে কান্না আত্মরক্ষার কৌশল হিসেবে কাজ করে।

হাইডফুমি ইওসহিদি নামের একজন জাপানিজ হাইস্কুলের সাবেক শিক্ষক কান্নার প্রশিক্ষক কাজ করছেন কয়েক বছর ধরে। তিনি দেশের নানা প্রান্তে বিভিন্ন কোম্পানি এবং স্কুলগুলোয় কান্নার ক্লাস নেন। সেখানে তিনি কান্নার উপকারিতা সম্পর্কে জানান সবাইকে। তার মতে, মনের চাপ কমাতে হাসি কিংবা ঘুমের চেয়েও বেশি কাজ করে কান্না।

২০১৫ সালে জাপান ৫০টিরও বেশি কোম্পানিতে কর্মীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নিয়ম বাধ্যতামূলক করেছে। তখন থেকেই ইওসহিদি বিভিন্ন কোম্পানি ও স্কুলে মানসিক চাপ কমানোর ক্লাস নেওয়ার আমন্ত্রণ পান। তখন থেকেই তিনি বিভিন্ন জায়গায় সবাইকে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কান্নার উৎসাহ দেন।

বিশেষজ্ঞদের মতে, কান্নার পরিবেশ সৃষ্টি করতে সবারই আবেগঘন কোনো সিনেমা, দুঃখের কোনো গান কিংবা সে রকম বই পড়া উচিত। তারা বলছেন, সপ্তাহে একবার যদি কান্না করা যায়, তাহলে মানসিক চাপ অনেক কমবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কান্না,মন,মানসিক চাপ,জাপান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close