reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

মাছের কাঁটা গলায় বিঁধলে যা করবেন

মাছ খেতে গিয়ে কখনো গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষের সংখ্যা কম। অনেকেই গলায় মাছের কাঁটা বিঁধলে সহজ উপায় হিসেবে এক দলা সাদা ভাত না চিবিয়ে খেয়ে নেন। কাঁটা নরম কিংবা ছোট হলে অনেক সময় নেমেও যায়। এটা ছাড়াও মাছের কাঁটা বের করার বেশ কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে।

►গলায় কাঁটা বিঁধলে দেরি না করে সামান্য অলিভ অয়েল খেয়ে নিতে পারেন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল হওয়ায় গলা থেকে কাঁটা নেমে যাবে।

►পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করে। এই পদ্ধতি কাঁটা নেমে যেতে সাহায্য করবে।

►গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু চিপে খেতে পারেন। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে কাঁটা বের করতে সহায়তা করে।

►লবণও কাঁটা নরম করতে সাহায্য করে। তবে শুধু শুধু না খেয়ে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে নিন। এতেও উপকার পাবেন। এত কিছুর পরও যদি কাঁটা নামতে সমস্যা হয় তাহলে বিশেষজ্ঞর পরামর্শ নিন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গলায় কাঁটা,মাছের কাঁটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close