reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

সুদানে জরুরি অবস্থা জারি

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশ ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

জরুরি অবস্থা জারির সঙ্গে সুদানে ফেডারেল গভর্নমেন্ট ব্যবস্থা ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ওমর। একই সঙ্গে সমস্ত গভর্নরকে পদচ্যুত করেছেন তিনি। আরও এক মেয়াদে তাকে ক্ষমতায় রাখতে সংবিধানে পরিবর্তনের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন ওমর।

প্রেসিডেন্ট ওমর ভাষণে বলেন, আগামী এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। একই সঙ্গে সমস্ত প্রদেশের গভর্নরদের বরখাস্ত করা হলো।

বিবিসি জানায়, জরুরি অবস্থা জারির পর গভর্নরদের পদচ্যুত করে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বসিয়েছেন সুদানের প্রেসিডেন্ট। এরপরই এক নাটকীয় মোড় নেয় সুদানের রাজনীতিতে।

সুদানের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (এনআইএসএস) জানায়, প্রেসিডেন্ট ওমর পদ থেকে সরে দাঁড়াবেন।

জনগণের জন্য রুটি এবং জ্বালানির ওপর থেকে সরকারি ভর্তুকি কমানোর সিদ্ধান্ত ঘিরে বেশ কয়েক সপ্তাহ ধরে অস্থিতিশীলতা চলছে সুদানে। প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে আসছে সে দেশের জনগণ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুদান,জরুরি অবস্থা,সুদানের প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close