reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি, ২০১৮

বায়ুদূষণ : তেহরানে সব স্কুল বন্ধ

ইরানে বিপজ্জজনক বায়ুদূষণের কারণে রাজধানী তেহরানের সব স্কুল মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সোমবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল। আজ এর পাশাপাশি উচ্চবিদ্যালয় ও কলেজসমূহও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে চারটি এলাকায় ক্ষতিকর বায়ুদূষণের পরিমাণ কম সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

পৌর কর্তৃপক্ষ বলছে, গতকাল তেহরানের বাতাসে ক্ষতিকর অণু প্রতি কিউবিক মিটারে ছিল ১৭৩ মাইক্রোগ্রামস যা পূর্বাঞ্চলে ২৩১ পর্যন্ত দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২৪ ঘণ্টায় বাতাসে প্রতি কিউবিক মিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রামস পর্যন্ত অণু থাকতে পারে। এই ক্ষতিকর অণুর পরিমাণ বেশি থাকলে মানবদেহের ও শ্বাসযন্ত্রের ক্ষতি হয়।

ইরানের সংবাদমাধ্যম বিপজ্জজনক বায়ুদূষণের জন্য পরিবহনের নির্গত কালো ধোঁয়াকে বেশি দায়ী করছে। বায়ুদূষণের কারণে প্রতিবছর ইরানে ২০ হাজার মানুষ মারা যাচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বায়ুদূষণ,ইরান,স্কুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist