সাজ্জাদ হোসেন, সংবাদকর্মী

  ২৪ আগস্ট, ২০১৯

অপরিচিতা

চেয়ে দেখলাম দূর আকাশে,

মিটিমিটি জ্ঞাত তারারা নিশ্চুপ জ্বলজ্বল করছে।

আমি বললাম অপরিচিতাকে, চল না ছাদে গিয়ে তারা গুনি।

ভ্রু কুঁচকে আড়চোখে সে বললোঃ

আমার ওতো শখ নেই বাপু, আমি বরং নকশী কাঁথা দেখি।

পরিত্যক্ত জীবনটুকুর,

অবরোধবাসিনীর ছবি আঁকি।

আরেকদিন বললাম চলনা সমুদ্রপাড়ে

ঝিনুকেরা একদম ধবধবে রঙে, পড়ে আছে ধারে।

চুলগুলো আলতো করে টেনে বললোঃ

নারে অন্য কোনও একদিন, যেদিন গোধূলি নামবে ভোরে;

ক্লান্ত পথিক ফিরবে ঘরে, ব্যাকুলতার সুর ধরে।

সেদিন বললাম এই রে যাবি পাশের গাঁয়ে

এসেছে পুতুল নাচের দল;

শিমুলতলা যেথায় লেগেছে অগণিত লোকের ঢল।

বলে কি না এই তোর খেয়ে দেয়ে কাজ নেই;

ভরদুপুরে চলেছিস ছুটে,

হয়েছিস আজকাল বড্ড বখাটে।

এতোক্ষন বলছিলাম রুপকথার রাজকন্যার কথা

দুচোখ ভরা স্বপ্ন আর অনাড়ম্বর কথার ফুলঝুরি।

বুকভরা আশা, বাস্তবতার বিভীষিকায় লুকিয়ে;

দিব্বি ভালো সাজার ভণিতায় বলতে পারে,

বেশ ভালো আছি রে!

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমার আমি,অপরিচিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close