reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুলাই, ২০১৮

পপির নতুন তিন সিনেমা

ছবি : মোহসীন আহমেদ কাউসার

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এ মাসেই তিনি ফিরছেন তিনটি ছবির শুটিংয়ে। গেল ঈদে ছোট পর্দায় কোনো নাটক, টেলিফিল্মে দেখা যায়নি তাকে।

অবশ্য এর বিশেষ একটি কারণও রয়েছে। পপির বাবা ঈদের আগে থেকেই গুরুতর অসুস্থ। তাই বাবার চিকিৎসার কাজ নিয়ে এবং তাকে দেখভালের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন পপি। এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। ডাক্তার আশ্বাস দিয়েছেন শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

তাই এ মাসেই কাজে ফিরবেন বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজ অর্ধেকেরও বেশি শেষ হয়ে থেমে ছিল। সাদেক সিদ্দিকী জানান, চলতি মাসের মাঝামাঝিতে আবার শুরু হচ্ছে ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজ। এবার এই চলচ্চিত্রের কাজ শেষ করবেন সাদেক সিদ্দিকী, এমনটাই জানালেন তিনি। এই চলচ্চিত্রে সোহানা চরিত্রে অভিনয় করছেন পপি।

এ মাসেই পপি অভিনীত আরো নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে জানান তিনি। দুটি চলচ্চিত্র হচ্ছে শহীদুল হক খানের ‘টার্ন’ এবং ‘যুদ্ধশিশু’। তিনটি চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, সাহসী যোদ্ধা চলচ্চিত্রে আমার সহশিল্পী হিসেবে আছেন আমিন খান ও ইমন। বেশ সুন্দর গল্পের একটি চলচ্চিত্র। আমি কাজ করে সন্তুষ্ট। টার্ন’ এবং যুদ্ধ শিশু’ চলচ্চিত্রের গল্পও বেশ ভালোলাগার। প্রচলিত গল্প থেকে একেবারেই আলাদা গল্প। এই দুটি চলচ্চিত্রের কাজ যথাযথভাবে সম্পন্ন হলে আমার বিশ্বাস দর্শকের কাছে তা গ্রহণযোগ্যতা পাবে।

গেল ঈদে পপিকে নাটক টেলিফিল্মে দেখা না গেলেও দুটি স্যাটেলাইট চ্যানেলের ভিন্ন দুটি অনুষ্ঠানে দেখা গেছে। চ্যানেল নাইনের ‘স্টার বক্স’ অনুষ্ঠানে আঁখি আলমগীরের উপস্থাপনায় পপিকে দেখা গেছে। আবার একুশে টেলিভিশনে প্রচারিত ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে পপিকে নিজের উপস্থাপনাতেই নিজের সম্পর্কে তথ্য তুলে ধরতে দেখা যায়। ফাঁকে ফাঁকে তার অভিনীত সিনেমার গানও প্রচার হয় এই অনুষ্ঠানে।

এদিকে পপি অভিনয় শুরু করেছেন আরিফ নির্দেশিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের কাজ। এতে পার্বতী চরিত্রে অভিনয় করছেন পপি। এতে তার বিপরীতে দেবদাস চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পপি,সিনেমা,চিত্রনায়িকা পপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist