reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৭

সারা দেশে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

সারা দেশে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কেবল নাট্যমঞ্চ কিংবা হলরুমে নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে এই চর্চা হওয়া জরুরি।

শুক্রবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নাট্যজন সম্মাননা-২০১৬ ও নাট্য বিষয়ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘নাটকে-নাটকে উঠুক জ্বলে একাত্তর’ এই স্লোগানে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড (বিসাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ সাধনে প্রতিটি অঙ্গনে এর চর্চা বাড়াতে হবে। এর ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

এ ছাড়াও শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসব ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধনের লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আরো পদক্ষেপ গ্রহণের জন্যও আহ্বান জানান তিনি।

বিসাক সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, গ্রন্থের প্রকাশক ও বিসাক’র সাবেক সভাপতি আব্দুস শুকুর।

অনুষ্ঠানে নাট্যাঙ্গনে স্থানীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য প্রয়াত কথা সাহিত্যিক তাজ উদ্দিন আহমদ, (মরনোত্তর), মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান একে এম গোলাম কিবরিয়া তাপাদার এবং সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীকে নাট্যজন পদক প্রদান করা হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষামন্ত্রী,সারা দেশে,মুক্তিযুদ্ধভিত্তিক,সাংস্কৃতিক চর্চা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist