reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুলাই, ২০১৮

বাকৃবিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তি উদযাপন এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন উপলক্ষে আজ বাকৃবি ক্যাম্পাসে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে দুপুর ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয় হেলিপ্যাডে দুপুর সাড়ে ৩টার দিকে ৫৭ বছরে বাকৃবি ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শন শেষে দেশের প্রথম হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত হবে বাকৃবি অ্যালামনাই সমাবেশ। সন্ধ্যা ৭টার দিকে রয়েছে অ্যালামনাইদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাকৃবি ও বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে ৪৩৮৬ অ্যালামনাই ও তাদের পরিবার অংশগ্রহণ করছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,বাকৃবি,রাষ্ট্রপতি আবদুল হামিদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist