জাবি প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০১৮

জাবিতে উপাচার্যপন্থী শিক্ষকদের মানববন্ধন ও বিরোধীদের সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল রাখার দাবিতে মানববন্ধন করেছে উপাচার্যপন্থী ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অন্যদিকে শিক্ষক লাঞ্ছনার বিচার, প্রক্টরিয়াল বডির অপসারণ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে উপাচার্যবিরোধী শিক্ষকরা।

মানববন্ধনে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল আলম বলেন, ৭৩-এর অধ্যাদেশ অনুসারে রাষ্ট্রপতি উপাচার্যকে মনোনীত করেছেন। কিন্তু একটি পক্ষ এই গণতান্ত্রিক নিয়োগকে প্রশ্নবিদ্ধ করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হানিফ অধ্যাপক প্রমুখ সহ প্রায় একশত শিক্ষক উপস্থিত ছিলেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist