reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০২০

বইমেলায় তাজবীর সজীবের ২ বই

অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রকাশনী থেকে বেরিয়েছে লেখক ও সাংবাদিক তাজবীর সজীবের দুটি বই।

‘গণমাধ্যমের গন্তব্য’ বইয়ে আছে গণমাধ্যমের বিভিন্ন প্রয়োজনীয় ও সময়ের উপযোগী তাত্ত্বিক বিষয়বস্তু। থাকছে গণমাধ্যমের নেতৃস্থানীয় ও আন্তর্জাতিক ব্যাপ্তিতে সুখ্যাতি অর্জনকারী ব্যক্তি, সম্পাদক, টেলিভিশন ও পত্রিকার জ্যেষ্ঠ এবং তরুণ সাংবাদিকদের বর্তমান গণমাধ্যম ও ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অভিমত।

গণমাধ্যম নিয়ে যারা ভাবেন, এই বইটি পড়ার পর তাদের জন্য নতুন অথবা পুরনো ভাবনার খোরাক মিটিয়ে নতুন ভাবনা উন্মোচিত হবে বলে মনে করেন তাজবীর সজীব।

অন্যদিকে গল্পগ্রন্থ ‘অধিকার’ সেজে উঠেছে ভিন্নধর্মী নানা গল্প নিয়ে। যে গল্পে আছে ভিন্ন মাত্রা, স্বাদ, নিজস্ব ঢঙের আবেগ এবং সেন্স অফ হিউমার।

‘গণমাধ্যমের গন্তব্য’ বইটির দাম ৪৫০ এবং ‘অধিকার’ ২০০ টাকা। পাওয়া যাবে ঘাসফুলের ৪৬৩, লিটলম্যাগের ১০১ নম্বর স্টলে।

পিডিএসও/মীর হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাজবীর সজীব,অধিকার,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close