reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০২০

মেলায় সাড়া জাগানো উপন্যাস ‘মনের টান’

হালকা হালকা প্রেম। ভরপুর রোমাঞ্চ। এই বুঝি প্রেম হয়ে গেলো। অথচ ধরতে গিয়েও ধরা পড়ছে না। শিহরণের মাত্রা বাড়িয়েই যাচ্ছে। কাছে যাওয়ার তীব্র আকুতি। কিন্তু কোথায় যেন বাঁধা। এইভাবে এগিয়ে গেছে ‘মনের টান’ উপন্যাসের কাহিনি।

সাংবাদিক নাট্যকার রিহাব মাহমুদের দ্বিতীয় উপন্যাস ‘মনের টান’ এসেছে এবারের একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে বাংলানামা প্রকাশনী। শুরু থেকে মেলায় পাঠক সমাগম কম হলেও চলতি সপ্তাহ থেকে মেলায় বেড়েছে ভিড়। আর সেই সাথে বেড়েছে মনের টানের বিক্রি।

মেলায় আগত পাঠকরা ভিড় করছেন বাংলা একাডেমি প্রাঙ্গনে বাংলানামার ১২৪ নম্বর স্টলে। সোহরাওয়ার্দী প্রাঙ্গণে লিটল ম্যাগ কর্নারে বাংলানামার স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডট.কম-এ https://www.rokomari.com/book/195682/moner-tan ভিজিট করে বইটি অর্ডার করা যাচ্ছে। বইয়ের প্রচ্ছদ করেছেন হায়দার আহমেদ। মূল্য ২৫০ টাকা হলেও রকমারিতে ২৮% ছাড়ে পাওয়া যাচ্ছে বইটি।

বই প্রসঙ্গে রিহাব মাহমুদ জানিয়েছেন, পাঠকের আগ্রহ দেখে আমি আনন্দিত। মনের টান একটি প্রেমের উপন্যাস। ভিন্নধর্মী এই বইটি আসছে ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি বই।

এছাড়া পাঠকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনের টান,বইমেলা,রিহাব মাহমুদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close