reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২০

শিল্পকলায় জমজমাট ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’

শিল্পকলা একাডেমির আয়োজনে দ্বিতীয়বারের মতো চলছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০’। গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

দেশের ৬৪ জেলা, ৬৪ উপজেলা এবং জাতীয় পর্যায়ের ৫ হাজারের বেশি শিল্পী ও শতাধিক সংগঠন ২১ দিনের এই বিশাল আয়োজনে অংশ নিচ্ছে।

উৎসবে বিভিন্ন পরিবেশনার মধ্যে থাকছে সমবেত সংগীত, যন্ত্রসংগীত, ঐতিহ্যবাহী লোকজ খেলা, পালা, একক সংগীত, বাউল সংগীত, ঐতিহ্যবাহী লোকনাট্য, যাত্রা, সমবেত নৃত্য, অ্যাক্রোবেটিক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা, পুতুল নাট্য, একক আবৃত্তি, শিশুদের পরিবেশনা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ও নৃত্য, নাটকের কোরিওগ্রাফি, বৃন্দ আবৃত্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবেশনা, আঞ্চলিক ও জেলা ব্রান্ডিং-বিষয়ক সংগীত ও নৃত্য এবং জেলার ঐতিহ্যবাহী ভিডিও চিত্রপ্রদর্শনী।’

উৎসবে প্রতিদিন থাকবে তিনটি জেলা, তিনটি উপজেলা, জাতীয় পর্যায়ের শিল্পী ও সংগঠনের পরিবেশনা। এ ছাড়াও একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন রাত ৮টা থেকে একটি লোকনাট্য পরিবেশিত হবে।

লোকনাট্য উপভোগ করতে টিকিট বুকিংয়ের জন্য ভিজিট করতে হবে facebook.com/shilpakala

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিল্পকলা,বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব,সাংস্কৃতিক উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close