আমিন আশরাফ

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

কাসিদায়ে আফরিঁ

প্রেম, মানবিকতা এবং দ্রোহের ফেরিওয়ালা

এবারের বইমেলায় বেরিয়েছে তানভীর এনায়েতের কাব্যগ্রন্থ কাসিদায়ে আফরিঁ

কবিতা অনেকেই লেখেন। কবিতা লিখতে উপমা, উৎপ্রেক্ষার হাট বসান কবি। কবিতায় থাকে ছন্দ, তাল, লয় ও দ্যোতনা। তানভীর এনায়েতও কবিতা লেখেন। তবে সব কবির মতো তার কবিতা না। তার কবিতায় আছে অন্য এক বৈচিত্র্য। আছে আলাদা উপমা ও উৎপ্রেক্ষা। আছে বিশ্বাসের আজান। শিল্পের ইকামত। আছে চমৎকার সব রূপকল্প। তার কবিতা আলোচনা করতে হলে প্রয়োজন একটা গভীর অনুভব শক্তি। ভাবনার শিল্পায়ন।

তার লেখায় যেমন আছে দ্রোহ, প্রেম, মানবিকতা, মৃত্যুচিন্তা, বিরহ, কাতরতা তেমনি আছে অনিঃশেষ ভালোবাসাবাসির রূপবতী দৃশ্যায়ন। কবি লিখেছেন—‘এই যে আমি ঘুমিয়ে গেলাম/বুকের মধ্যে আকাশ নিয়ে/তুমিও পারো ঘুমিয়ে যেও/চোখের মধ্যে রাত লুকিয়ে।’ এখানে ভেসে উঠেছে কবির নির্মোহ প্রেম-অভিমানের এক ঝলক। তেমনি তিনি কাসিদায়ে লাইলাতে লিখেছেন—‘ভেজাও কেন সন্ধ্যা-আকাশ/চাঁদ তারা ও রাতের তিমির/ভেজাও কেন হাসনাহেনা/জুঁই চামেলি ভোরের শিশির।’

কবির মৃত্যু চিন্তাও তার কবিতায় সহসা বেগবান হয়—‘কতগুলো ফুল দিয়ে একটি কবিতা হয়/কটা পাখি অথবা কতটুকু প্রেম হলে।’ আছে তার কবিতায় নিঃশব্দ ভাবনার আলোকজুড়ে কবরসর্বস্ব কবিতা—‘কত চুপচাপ চিৎকার করি/শুনে না কেউই, শুনে না নিজের শ্বাস/এই পৃথিবী বিশাল কবরজুড়ে/শুয়ে আছে মোটে আট বিলিয়ন লাশ।’


কাসিদায়ে আফরিঁ : তানভীর এনায়েত, ধরন : কবিতা, প্রচ্ছদ : লেখক, প্রকাশক : কালো, দাম : ১৬০ টাকা


এখনকার অনেক কবি কতগুলো নোংরা শব্দ জোড়া দিতে পারলে সেটার নাম দিতে চায় কবিতা। নোংরা প্লেটে বরফের টুকরো মেশালে যেমন কবিতার ফালুদা হয় না। যৌনতাকে পুঁজি করে যারা কবিতার ফেরিওয়ালা হতে চায় তারা আর যাইহোক, কবি নামে ভূষিত হতে পারে না।

কবিতার মাধ্যমে অন্যকে প্রতিপক্ষ করারও অপচেষ্টা থাকে। এদের উচিত কবিতার আসন থেকে সসম্মানে নেমে যাওয়া। কিন্তু তানভীর এনায়েতের কাসিদায়ে আফরিঁ। আপনি পড়তে গেলে দেখতে পাবেন, কবির মৃত্যুচিন্তার সঙ্গে থাকে তাওবারও আকুতি। যেখানে বিশ্বাসের একটা শক্তিমান প্রচেষ্টা লক্ষ করা যায়। যখন তিনি তাওবার গানে বলেন—‘আত্মার যত ছিল অপরাধ/শেষরাতে ভেঙে চূর্ণ হয়/তাওবার তুমি দিও তাওফিক/শেষ কালিমায় পূর্ণ হয়।’

আমার কাছে কবিতা মানে একটা ধাঁধা। একটা ঘোর। একটা মৌলিক কল্পনাপর্ব। বিশ্বাস জাগানিয়া আকছার প্রেমতাওহিদ। কবিতায় আছে নগরশুদ্ধ প্রেম, আছে শহরশুদ্ধ ভালোবাসা। কবিতাতেই উপস্থিত হয় রুমির গজলের প্রাণ, শামস তিবরিজের লোহিত প্রণয়। ওমর খৈয়ামের নৈশআত্ম। তানভীর এনায়েতের প্রথম কবিতার বইয়ে পাবেন তেমনি ঘোরলাগা ঋদ্ধের যৌবনের উচ্ছ্বাসবলয়।

কবিতা আমি আর কতটুকু বুঝি! কবিতায় সব ধরনের নৈর্ব্যক্তিক প্রেরণা পেতে কাসিদায়ে আফরিঁর দরিয়ায় ডুব দিতে পারেন। তানভীর এনায়েতের কাব্যিক প্রেমসুধায় আপনাকে স্বাগতম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,কাসিদায়ে আফরিঁ,তানভীর এনায়েত,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close