reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০১৭

পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বসতবাড়ীতে অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট ও নারী নির্যাতনের বিরুদ্ধে পটুয়াখালী জেলার হিন্দু সম্প্রদায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে। বাংলাদেশ জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে শনিবার সকালে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড তারক চন্দ্র সাহা, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যার্নাজী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. কাজল বরন দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সহ-সভাপতি বিভা রানী দাস, শহীদ স্মৃতি পাঠাগারের সম্পাদক সুভাস চন্দ, সমীর কর্মকার,মংথান তালুকদার,তপন কর্মকার, সজল কুমার দাস,শিশু রঞ্জন পাল প্রমূখ।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর একটি কথিত ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে হামলা, বাড়ীঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist