শেরপুর (ঝিনাইগাতী) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২৪

ঝিনাইগাতীতে ইউএসএ ইনক্ এর উদ্যোগ

বন্যার্ত ৬০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

ঝিনাইগাতীতে আজ সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে নগদ অর্থসহায়তা করা হয়। ছবি : প্রতিদিনের সংবাদ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারকে নগদ অর্থসহায়তা করা হয়েছে।

আজ সোমবার উপজেলার খাদ্য ব্যবসায়ীর হলরুমে শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশী মো. আব্দুল মোতালেব। এতে প্রবাসী বাংলাদেশী পরিবাবরের সদস্য মো. সোহাগ মিয়ার সঞ্চলনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো.আব্দুল মান্নান, গৌরিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মো. আব্দুল মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, প্রবাসী বাংলাদেশী পরিবাবরের সদস্য হোসাইন মাহমুদ শাকিল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্যোগগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এই সহায়তা সামান্য হলেও তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সহায়ক হবে। এছাড়াও বক্তারা বন্যাপরবর্তী পুনর্বাসন ও সহায়তার জন্য সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেরপুর,বন্যায় ক্ষতিগ্রস্ত,অর্থসহায়তা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close