মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০২৪

মানিকছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : প্রতিদিনের সংবাদ

সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক, সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'ভয়েস অব মানিকছড়ি'।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের দ্যা ফুড আইল্যান্ড রেস্টুরেন্টে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন সংগঠনের দায়িত্বশীলরা।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলো- মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসপ্রিয়া আক্তার হাসনা, ফটিকছড়ি সরকারি কলেজের আনিসা দে, চট্টগ্রাম নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সিদরাতুল মুনতাহা, চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজের ওয়াহিদুল ইসলাম ফরহাদ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজর মেহেদী হাসান এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুহাম্মদ জয়নুদ্দিন আহমেদ জুয়েল।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুছা মিয়ার পরিচালনা সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মো. রমজান আলী, সংবাদকর্মী মো. রবিউল হোসেন, অভিভাবক মো. শাহ আলম মোল্লা, বিকাশ কান্তি নাথ ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট,শিক্ষার্থীদের সংবর্ধনা,খাগড়াছড়ি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close