মারুফ আহমেদ, কুমিল্লা
ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে চাঁদাবাজের ঠাই হবে না
কুমিল্লা বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় আসলে নিমসার বাজার সহ কুমিল্লা ৫- এ কোন চাঁদাবাজি থাকবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীন দেশে চাঁদাবাজের কোন ঠাই হবে না। সুসময়ে এসে যারা মুনাফেকি করছে তাদের থেকে সাবধান থাকবেন। তারা হচ্ছে সুযোগ সন্ধানী। রক্তের সাথে বেঈমানি করবেন না। যারা রক্তের সাথে বেঈমানি করে দেশের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না। বৃহস্পতিবার বিকেলে নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপি'র যৌথ আয়োজনে, বিএনপি'র যৌথ কর্মী সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মিজান চেয়ারম্যান আরো বলেন, আমাদের এখন কাজ হচ্ছে আমার নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। আমরা যে নেতার দল করি যাকে বলা হয় আপসহীন নেত্রী। আমার নেত্রী কখনো নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায় না। যারা পালিয়ে যায় তারা হচ্ছে চোর। মোকাম ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম এর সভাপত্বে, কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা বিএনপি'র সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, ময়নামতি ইউনিয়ন বিএনপি'র সভাপতি, অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোকাম ইউনিয়ন বিএনপি'র আবু তাহের, সহ-সভাপতি আলী আজ্জম, কবির হোসেন লিটন, ইসলাম হোসেন, মো. শাহ আলম, ডা. টিপু সুলতান, আক্তার হোসেন, রাকিব উদ্দিন, হুমায়ুন কবির মেম্বার, জামাল উদ্দিন, তাজুল ইসলাম, শাকিল আহমেদ (শাহিন)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুছ আহম্মেদ। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জামির হোসেন, আবু দারুল নাঈম, জাহাঙ্গীর আলম, তাইফ, দেলোয়ার হোসেন, সোহেল, সানি, মেহেদী, নবী নেওয়াজ, সোহেল, সোহাগ সহ আরো অনেকে।